Monday, August 3, 2015

ধিক্কার জানানোর ভাষা নেই এইরকম আধুনিক গনতন্ত্ররুপী অগণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে।

প্রাচীনকালে বাংলাদেশ বলতে একক
কোন রাষ্ট্র ছিল না। ১২০০ শতকের
আগে কতগুলো ছোট ছোট জনপদ বা খন্ড
খন্ড রাজ্যর অস্তিত্ব ছিল। কালের
বিবর্তনে প্রাচীন বঙ্গ, পুন্ড্র ও গৌড়
এরকম আরো কতগুলো জনপদ নিয়ে গঠিত
এখন বর্তমান বাংলাদেশ। অতীত ইতিহাস
বলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ
থেকে সম্পূর্ণ ভিন্ন এবং স্বতন্ত্র
একটি অঞ্চল হিসেবে পরিচিত ছিল। ১৯৪৭
সালে ভারত পাকিস্তান বিভক্তির পর
পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ)
সাথে পার্বত্য চট্টগ্রামও পাকিস্তানের
অর্ন্তভুক্ত হয়। আর ১৯৭১ সালের
মুক্তিযুদ্ধের ফলে পার্বত্য চট্টগ্রাম
বর্তমান বাংলাদেশের অধীনে পড়ে।
এবং এর ফলেই পাহাড়ীদের ভাগ্যে শুরু হয়
সীমাহীন বঞ্চনার নতুন অধ্যায়। মূলত
বাংলাদেশ সৃষ্টির পর থেকেই অত্যচার
নির্যাতনের নতুন এক অধ্যায়ের
সম্মুখে পড়ে পাহাড়ের বর্তমান
আদিবাসিরা। মাত্র কয়েক বছর আগেও
পার্বত্য
চট্টগ্রামে আদিবাসিরা সংখ্যাগরিষ্ট
ছিল। কিন্তু বাংলাদেশ সরকারের নীচু
মানসিকতার কারনে পার্বত্য
চট্টগ্রামকে মুসলিম করণ নীতির
আদর্শে আদিবাসিরা দিন দিন
সংখ্যালঘুতে পরিণত হচ্ছে। আগে যে জন্য
পার্বত্য চট্টগ্রামকে ডাকা হত
পাহাড়ি আদিবাসিদের পাহাড়ী এলাকা,
সে পাহাড়ি এলাকা এখন সরকারি রেশন
সুবিধাভোগী পূর্ণবাসিত সেটেলার কতৃক
পাহাড় কাটা এলাকায় পরিণত হচ্ছে।
পাহাড়িরা কখনো পাহাড়
কাটে না কাটতে পারে না। কারণ পাহাড়
আমাদের জীবন, ঐতিহ্য, সংস্কৃতি ও
আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে।
আদিবাসিদের শাসনের ক্ষেত্রে ব্রিটিশ
আর পাকিস্তানীরা শাসন করলেও
বর্তমান বাংলাদেশ সরকারের মত
আদিবাসিদের অস্তিত্ব নিয়ে এত
টানাটানি করে নি।
সেক্ষেত্রে পুরোপুরি না হলেও বর্তমান
বাংলাদেশ থেকে কিছুটা হলেও
মানবিকতার পরিচয় দিয়েছে অতীত দুই
শাসকগোষ্ঠী দেশ। বিগত দুই এবং বর্তমান
বাংলাদেশের শাসকগোষ্ঠী তারা সবাই
এককাতারে একটি কারনে তা হল তারা শুধু
শাসনই করতে জানে। যারা শাসিত
হচ্ছে তাদের সার্বিক করুন
অবস্থাকে বুঝতে চায় না। সরকারের
সাম্প্রদায়িক আচরণ
পাহাড়িদেরকে যুদ্ধের
দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। ধিক্কার
জানানোর ভাষা নেই এইরকম আধুনিক
গনতন্ত্ররুপী অগণতান্ত্রিক সরকার
ব্যবস্থাকে।

No comments:

Post a Comment