Wednesday, July 1, 2015

চাকমারা কি উপজাতি নাকি আদিবাসী? নতুন বিতর্ক শুরু হচ্ছে কেন?



আমার স্মৃতি যদি ভুল না করে, তবে যতটুকু মনে পড়ে, গত ২০ বছর ধরে পাঠ্যপুস্তকে পড়ে এসেছি, সাঁওতালরা আদিবাসী। চাকমা, মারমা, মুরং, খাসিয়া, মগ প্রভৃতি সম্প্রদায় হলো উপজাতী। 



সরকার কি প্রকৃত আদিবাসীদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে? ব্যাপারটা আমার সঠিক জানা নাই।আদিবাসীরা ভূমির মালিকানা দাবি করে। এই ব্যাপারে কেউ কি আমাকে বিস্তারিত জানাবেন কি? 

আদিবাসী এবং উপজাতীদের মধ্যে তফাৎ কি? 

কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর গত কিছুদিন থেকে শুনতে পাচ্ছি চাকমারাও নিজেদের আদিবাসী বলে দাবী করছে। যদি তারা সত্যি সত্যি আদিবাসী হয়ে থাকে, তাহলে আগে এই দাবী করে নাই কেন? শুধুমাত্র কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য কেউ কি নিজেকে আদিবাসী বলে দাবী করছে? 


চাকমা, মারমারা এতোদিন ধরে উপজাতী কোটায় শিক্ষা, চাকুরীতে যুক্ত হতে পেরেছে, সেটা বাদ দিয়ে এখন তারা আদিবাসী হতে চায় কেন? 

No comments:

Post a Comment