Wednesday, July 1, 2015

চাকমাদের ঘরবাড়ি পরিচিতিঃ

পার্বত্য চট্টগ্রামে চাকমারা আদিকাল
থেকেই মাচাঙ ঘরে বসবাস করে আসছে। তবে সভ্যতার পরিবর্তনের ফলে বর্তমানে কিছু সংখ্যক চাকমা সেমি পাকা, আধা পাকা ও বড় দালানকোটায় বসবাস করতেছে। সাধারনত চাকমারা আড়াই থেকে তিন হাত উঁচুতে প্রায় সম্পূর্ণ বাঁশের দ্বারা তৈরি হয়ে থাকে। তবে কিছু কিছু বড় গাছও ব্যবহার করা হয় ঘরকে শক্ত করার জন্য। ছাউনী সাধারণতঃ শন, করুক পাতা, বাঁশের পাতায় তৈরি হয়ে থাকে। অবস্থাসসম্পন্ন গৃহস্থ বা শিক্ষিত সম্প্রদায় বর্তমানে বাংলা ঘরের ফ্যাশনে ঘর তৈরি করতেছে। চাকমাদের ঘরকে সাধারনতঃ ৫ ভাগে ভাগ করা যায়। যথাঃ-
১। সিংকবা - বৈঠকখানা।
২। চানা - ঘরের সম্মুখের বারান্দা।
৩। পিজর - অন্দরের অংশ( রান্নাঘর সহ)
৪। ওজেলং - শয়ন কক্ষ।
৫। ইজর - ঘরের সামনে খোলা মাচাং।
মুলুকা বেরঃ সদর ও অন্দরের আড়ালকারী ভিন্ন ভিন্ন দুইটি বেড়া।
আলীসিরি বেরঃ সাধারণ বারান্দা ও অন্দর বারান্দার মধ্যবর্তী বেড়া।
সংঘরঃ মূল ঘরের সংলগ্ন সামনে বা পার্শ্বে অপর একটি ঘর।

No comments:

Post a Comment