Monday, July 27, 2015

চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র 'মর থেংগারি'

বাংলাদেশে ১৩ তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে চাকমা ভাষার চলচ্চিত্র 'মর থেংগারি'।
বলা হচ্ছে, এটি বাংলাদেশে নির্মিত চাকমা ভাষার প্রথম চলচ্চিত্র।
বাংলাদেশে বাংলা ছাড়াও প্রায় ৪৫টি ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি রয়েছে। তবে দেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর জীবনযাত্রা চলচ্চিত্রে খুব কমই উঠে এসেছে।
বাংলাদেশে নির্মিত চাকমা ভাষার প্রথম চলচ্চিত্রের পরিচালক অং রাখাইন বিবিসিকে বলেন, "আমাদের দেশের জাতিসত্ত্বাগুলোর ভাষাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এবিষয়টি থেকেই আমার আগ্রহটা আসা।"
চাকমা ভাষায় 'মর থেংগারি' শব্দের অর্থ আমার বাইসাইকেল।
চলচ্চিত্রটির পরিচালক জানান, এক চাকমা পুরুষকে ঘিরে এই চলচ্চিত্রটির কাহিনী। যার শেষ সম্বল একটি বাইসাইকেল।
৬৪ মিনিটের এই চলচ্চিত্রটি বাংলাদেশের বাইরেও প্রদর্শণী করা হবে বলে জানান মি. রাখাইন।
মি. রাখাইন বলেন, ভবিষ্যতে তার রাখাইন সম্প্রদায়কে নিয়ে একটি চলচ্চিত্র নির্মানের ইচ্ছা আছে।

No comments:

Post a Comment